Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বাস্তবায়ন রূপকল্প ২০৪১

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ১৮:০৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১৮:১৬

ঢাকা: স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং, পলিসি সহায়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে সরকার ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে কাজ করবে।

রোববার (৩০ জানুয়ারি) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বেসিস সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে বেসিসের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভায় বক্তারা এ কথা জানান।

বিজ্ঞাপন

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে মাত্র ১৩ বছরে তথ্যপ্রযুক্তিনির্ভর স্বল্পোন্নত দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেসিস। আর সরকার প্রয়োজনীয় নীতি সহায়তার মাধ্যমে সুযোগ তৈরি করে দিয়েছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য ঘোষণার মাধ্যমে এই খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা বেসিসকে সঙ্গে নিয়ে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে দক্ষ মানবসম্পদ তৈরি, নীতিমালা তৈরি ও সংশোধন, প্রযুক্তি ও উদ্ভাবন, বিনিয়োগ এবং সমন্বয়— এই পাঁচটি বিষয়ে কাজ করা হবে। এছাড়া অর্থমন্ত্রীর কাছে করপোরেট ট্যাক্স মওকুফের সময়সীমা ২০৩০ পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিষয়ভিত্তিক কার্যক্রমগুলো বাস্তবায়নে আইসিটি বিভাগ ও বেসিসের সমন্বয়ে আলাদা আলাদা ওয়ার্কিং গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে। সমন্বিত এসব উদ্যোগের মাধ্যমেই ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে সহযোগিতা করা হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে ‘ইনোভেটিভ বাংলাদেশ’-এ রূপান্তর হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এতটাই গুরুত্ব দেন যে তারা না চাইতেও এই খাতের জন্য সহায়ক নানা উদ্যোগ হাতে নেন। বছরের শুরুতেই প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। একইসঙ্গে সরকার ২০৪১ রূপকল্প বাস্তবায়নে কাজ করছে।

তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে। এক্ষেত্রে বেসিসসহ তথ্যপ্রযুক্তি খাত অগ্রণী ভূমিকা রাখতে পারে। আমাদের জন্য এটি একদিকে যেমন সুযোগ ও সম্ভাবনা, তেমনিভাবে এটি একটি গুরুদায়িত্ব। আমরা সরকারের সঙ্গে যৌথভাবে সেই দায়িত্ব পালনের মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করব।

রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. খায়রুল আমীন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী, এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মো. হুমায়ুন কবির, ইডিজিই প্রকল্প পরিচালক উপসচিব ড. মো. মেহেদী হাসান, আইসিটি অধিদফতরের মহাপরিচালক (যুগ্মসচিব) মো. রেজাউল মাকছুদ জাহেদী।

সভায় বেসিস প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি সামিরা জুবেরি হিমিকা, সহসভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহসভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, পরিচালক আহমেদুল ইসলাম বাবু, মুশফিকুর রহমান, তানভীর হোসেন খান, মোস্তাফিজুর রহমান সোহেল ও রাশাদ কবির।

সারাবাংলা/ইএইচটি/টিআর

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বেসিস সভাপ রাসেল টি আহমেদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর