Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ১৫:৩৪

‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে শহরের শ্রমবাজারে ডুকে পড়ছে। তারা স্থানীয় দিনমজুরের কাজে ভাগ বসিয়ে বিঘ্নিত করছে নিরাপত্তা। সৃষ্টি করছে বিশৃংখলা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় শ্রমজীবীরা।’

শ্রমবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের দাবিতে কক্সবাজার দিনমজুর ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। রোববার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের শহিদ স্মরণী সড়কের ঘুমগাছ তলায় দেড় শতাধিক দিনমজুর এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, মানবিক কারণে আশ্রয় দেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গাকে উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে থাকা-খাওয়া-চিকিৎসা-লেখাপড়া-বিনোদন সহ প্রায় সবধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এরপরেও রোহিঙ্গারা প্রশাসনের চোঁখ (চেকপোষ্ট) ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। তারা হানা দিচ্ছে স্থানীয় শ্রমবাজারে। এতে স্থানীয় শ্রমজীবিরা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত। রোহিঙ্গাদের ফলে কমে যাচ্ছে কাজের মান এবং মূল্য। অবৈধভাবে শ্রমবাজারে ডুকে নানা অপকর্ম করে পুনরায় ক্যাম্পে ফিরে যাচ্ছে। এতে অনিরাপদ হয়ে পড়েছে শ্রমবাজার।

কক্সবাজার দিনমুজর ঐক্য পরিষদের উপদেষ্টা মোহাম্মদ আরিফের সঞ্চালনায় ও এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ওমর ফারুক হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান, জেলা ছাত্র ইউনয়নের সাবেক সভাপতি অন্তিক চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি তনয় দাশ সবুজ, সাংবাদিক এহেসানুল কুতুবী, সাংবাদিক বোরহান উদ্দিন রাব্বানী, সাংবাদিক মঈনুল হোসেন, দিনমজুর ঐক্য পরিষদের সভাপতি মো. রহিম উল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ আলম, উপদেষ্টা আমির হামজা, নিবার্হী সদস্য মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ ইমরান, মো. ইউছুপ, আলী আহম্মদ, মিজান, মোহাম্মদ কাদের, মোহাম্মদ আলম, মো. ইলিয়াস, জায়েদুল হক, মো. বদি আলম, সুমন, রবি দাশ ও ইলিয়াছ সহ দেড় শতাধিক দিনমজুর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর