Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে আন্দোলনকারীরা


১১ এপ্রিল ২০১৮ ১৮:০১ | আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ২০:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কোটা নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া বৃহস্পতিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে জানাবেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা।

বুধবার (১১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। মন্ত্রী পরিষদ সচিব বিষয়টি দেখবেন। তারা প্রয়োজন মনে করলে কোটা থাকবে না।

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর দ্রুত আলোচনায় বসেন আন্দোলনকারীরা। পরে তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা অল্প সময়ে সিদ্ধান্তে আসতে পারছেন না। রাতে তারা আলোচনা করবেন। তারপর তারা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানাবেন।

এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘ আমাদের মূল দাবি ছিল কোটা সংস্কার। কোটা একেবারে বাতিল নয়। বৃহস্পতিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করা হবে। সেখানে আমাদের সিদ্ধান্ত জানানো হবে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং যারা এর বিরোধীতা করবে, তারা ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত হবেন।’

‘ভিসির বেডরুম তছনছ করা হয়েছে, বাথরুমের কমোড ভাঙা হয়েছে, বিছানাপত্র, আলমারি লুটপাট করা হয়েছে, গয়নাগাটি নেওয়া হয়েছে, সেগুলো আন্দোলনকারীদেরই খুঁজে এনে দিতে হবে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আল মামুন আরও বলেন, ‘ভিসি স্যারের বাসায় হামলাকারীদেরকে সিসিটিভির ফুটেজ এবং গণমাধ্যমের থাকা ফুটেজ দেখে চিহ্নিত করা হোক এবং দোষীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। আমি বলতে চািই আমাদের আন্দোলনকারীদের কেউ সেখানে ছিল না। হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।’

বিজ্ঞাপন
কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একটি বক্তব্য দিয়েছেন, আমরা সেটি শুনেছি। তা বিচার-বিশ্লেষণের পর পর্যালোচনা করে আগামীকাল সকাল ১০ টায় এই রাজু ভাষ্কর্যের সামনে সিদ্ধান্ত জানাব। আপনাদের সবাইকে এই সময়ে উপস্থিত থাকবার জন্য অনুরোধ করছি। ’
সংসদের প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় তারা রাজু ভাস্কর্যের চারপাশের রাস্তায় বসে পড়েন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে ‘আর নয় ছলনা, এবার চাই ঘোষণা’, ‘এই মূহুর্তে দরকার, কোটা সংস্কার’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, সংবিধানে পরিষ্কার বলা আছে, পিছিয়ে পড়া জনসংখ্যাকে এগিয়ে নিতে। তাই বাতিল নয়, সংস্কার চাই। কত শতাংশ কোটা, কত শতাংশ মেধা স্পষ্ট করতে হবে।

সারাবাংলা/এমআইএস/জেআই

হলে ফিরছি, তবে ছাত্রদের পাশে আছি’
এবার ছাত্রীদের ওপর চড়াও ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে র‌্যাব
কার্জন হলেও দাঁড়াতে পারলেন না আন্দোলনকারীরা
আন্দোলন দমাতে পুলিশ-ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে ভীতি-উত্তেজনা
পুলিশি হামলার প্রতিবাদে হল ছেড়ে রাস্তায় ঢাবি ছাত্রীরা
শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঢাবিতে, সংঘর্ষ চলছেই
কাঁদুনে গ্যাসে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনকারীরা
কোটা সংস্কার: মহাসড়কে আন্দোলনকারীরা
কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলন
ঢাবিতে ছাত্রী হলে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রী বহিষ্কার
হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিলেন ঢাবি ভিসি
বুধবার থেকে অনির্দিষ্টকাল বন্ধ সব বিশ্ববিদ্যালয়-কলেজ

বিজ্ঞাপন

কোটা সংস্কার কোটার সংস্কার আন্দোলন জাতীয় সংসদ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর