Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৭৪.৮৪ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২২ ২২:০১

রাজশাহী: রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। সংক্রমণের হার ক্রমশই বেড়েই চলছে।

শনিবার (২৯ জানুয়ারি) রাজশাহীতে করোনার সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। দেশে ওমিক্রন শনাক্তের পর আগের সব রেকর্ড ভেঙে রাজশাহীতে একদিনে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭৪.৮৪ শতাংশ। সর্বোচ্চ সংক্রমণের এই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে আরও দু’জনের। আর উপসর্গে আরও দুই জনের।

বিজ্ঞাপন

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন। শনিবার থেকে সন্ধ্যার পর থেকে দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে।

রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার থেকে রাজশাহী শহরে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। সন্ধ্যা সাতটার পর দোকানপাট বন্ধের কথা বলা হয়েছে। এজন্য মাইকিংও করা হচ্ছে।’

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রণে রাখতে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। সন্ধ্যা সাতটার পর দোকানপাট খোলার বিষয়ে মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়া মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।’

সন্ধ্যার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘রাজশাহীর সংক্রমণ অনেক বেশি হওয়ায় রাত ৮টার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

৭৪.৮৪ শতাংশ ওমিক্রন করোনা সংক্রমণ টপ নিউজ রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর