Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে পাহাড় কাটায় মামলা, দু’জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২২ ২০:০৪

রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পাহাড় কাটার ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। শনিবার (২৯ জানুয়ারি) বিকালে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমীন জেলা শহরের রাঙাপানি সাধনাপুর এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন।

দণ্ডিতরা হলেন- মোহন চান দেওয়ান ও রনেল দেওয়ান। এরমধ্যে মোহন চান দেওয়ানকে ৫০ হাজার টাকা ও রনেল দেওয়ানকে ২০ হাজার টাকা জরিমানাসহ দু’জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টির নিশ্চিত করে রাঙ্গামাটি সদর ইউএনও নাজমা বিনতে আমীন বলেন, ‘জেলা শহরের সাধনাপুর এলাকায় পাহাড় কাটার কথা জেনে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মোহন চান দেওয়ানকে ৫০ হাজার ও রনেল দেওয়ানকে ২০ হাজার জরিমানাসহ দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সেখানে সতর্কতামূলক পোস্টার টানানো হয়েছে।’

ইউএনও বলেন, ‘আমরা অভিযুক্ত আরেক জনের কথা জেনেছি। তাকে এবার পাওয়া যায়নি। সামনে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ পাহাড় কাটা ও পরিবেশ বিধ্বংসীকাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

জরিমানা পাহাড় কাটা রাঙ্গামাটি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর