Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরামপুরে বিআরটিসি বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২২ ১৮:৫৪

দিনাজপুর: বিরামপুর উপজেলায় দিনাজপুর থেকে ছেড়ে আসা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসের ধাক্কায় আব্দুল আজিজ (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) শনিবার বিকেল চারটার দিকে উপজেলার দিওড় ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজ বিজুল কঞ্চিগাড়ী এলাকার কলিম উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, ‘শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে বাজারে চা খাওয়ার জন্য বিজুল বাজারে আসেন আব্দুল আজিজ। চা খাওয়া শেষে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় পেছন থেকে বিআরটিসি একটি চলন্ত বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫৬৯১) তাকে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

পথচারীর মৃত্যু বিআরটিসি বিআরটিসি বাস বিরামপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর