জামায়াত ছাড়ার ‘ঝুঁকি’ নেবে না বিএনপি
২৯ জানুয়ারি ২০২২ ১৮:২৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৮:৩৮
ঢাকা: নির্বাচন কমিশন আইন পাস করার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বসে নেই বিএনপিও। পরের দিনই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা ডেকে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে দীর্ঘ আলোচনা করেছে দলটি।
এক দফা দাবিতে আন্দোলনে যাওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা। সেক্ষেত্রে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো নিয়ে ‘বড়’ জোট গঠনের ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপি। তবে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার প্রধান অন্তরায় জামায়াতকে ছাড়বে না তারা। বিতর্কিত এ দলটিকে আগের অবস্থানে রেখেই আন্দোলনের ছক সাজাতে চায় রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।
সংশ্লিষ্ট সূত্রমতে, ২০ দলীয় ঐক্য জোট ও জাতীয় ঐক্য ফ্রন্টকে অটুট রেখে বৃহত্তর জোট গঠনে উদ্যোগ নেওয়ার পক্ষে মত দিয়েছেন বিএনপির বেশিরভাগ নেতা। বিতর্কিত হলেও দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতকে ছাড়তে চান না তারা। কাউকে বাদ না দিয়ে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এ ব্যাপারে তাদের বক্তব্য হলো— ভোটের হিসাব কষলে জামায়াতকে ছেড়ে অন্য রাজনৈতিক দল নিয়ে জোট গঠন করে খুব বেশি লাভবান হওয়া যাবে না। তবে জোট যাদেরকে নিয়েই হোক— নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনের ব্যাপারে সবাই একমত হয়েছেন।
জানা গেছে, একটি বৃহত্তর জোট গঠন করে যতদ্রুত সম্ভব নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের অনুষ্ঠানের এক দফা দাবিতে আন্দোলনে নামার নীতিগত সিদ্ধান্ত হয়েছে শুক্রবারের (২৮ জানুয়ারি) বৈঠকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ভার্চুয়াল বৈঠক চলে প্রায় পাঁচ ঘণ্টা। সম্প্রতি অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকগুলোর মধ্যে এটি ছিল দীর্ঘতম।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘বৈঠকের সিদ্ধান্তগুলো বরাবরের মতোই দলের মুখপাত্র হিসেবে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিডিয়াকে জানিয়ে দেবেন। সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে।’
বৃহত্তর জোট গঠনের ক্ষেত্রে জামায়াতে বাইরে রাখার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৈঠকে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে কাউকে বাইরে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। রাজপথে থাকা সব রাজনৈতিক দল নিয়েই বৃহত্তর জোট গঠনের চিন্তা করছে বিএনপি।’
সারাবাংলা/এজেড/একে