Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২২ ১৮:০৪

প্রতীকী ছবি

গাজীপুর: কোনাবাড়ী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল কাদির ও জাহাঙ্গীর আলম নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে কোনাবাড়ী বাইমাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুল কাদির (৩২) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনির ছেলে এবং জাহাঙ্গীর আলম (২৫) ময়মনসিংহ জেলার তারাকান্দ থানার রাজদারি গ্রামের মতিউর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই জন মোটরসাইকেল আরোহী চন্দ্রা থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। পরে দুপুরে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

নিহত মোটরসাইকেল মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর