Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ছুরিকাঘাতে নারীর মৃত্যু, প্রাক্তন স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২২ ১৭:১৮

প্রতীকী ছবি

নাটোর: মিম আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রাক্তন স্বামী। পুলিশ জানায়, নাটোর শহরের হাফরাস্তা এলাকার দোকান কর্মচারী রাজু প্রামাণিকের সঙ্গে বিয়ে হয়েছিল মিম আক্তারের। বনিবনা না হওয়ায় ৬ মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে মিম তার বাবার বাড়ি সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে চলে যায়।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে সহযোগীসহ রাজু সেখানে গিয়ে প্রাক্তন স্ত্রী মিমকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

প্রতিবেশীরা মিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে আটক করে।

এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে নাটোর সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/এমও

ছুরিকাঘাত নাটোর নারীর মৃত্যু স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর