শৈত্যপ্রবাহ কমবে ২/১ দিনের মধ্যে, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
২৯ জানুয়ারি ২০২২ ১৩:১৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৩:১৯
ঢাকা: আবহাওয়া অধিদফতর জানিয়েছে দেশে চলমান শৈত্যপ্রবাহ ২/১ দিনের মধ্যে কমে যাবে। দু-এক দিনের মধ্যে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে সামান্য কিছুটা বাড়তে পারে এবং কিছু স্থান থেকে শৈত্যপ্রবাহটি প্রশমিত হবে।
শনিবার (২৯ জানুয়ারি) সর্বশেষ বুলেটিনে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।
আবহাওয়া অফিস জানায়, শনিবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিমি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী দিনাজপুরে শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৭.৫, সৈয়দপুরে ৮.০, রংপুরে ৯.২, ডিমলায় ৮.৯, নওগাঁয় ৮.০, রাজশাহীতে ৮.৯, চুয়াডাঙ্গায় ৯.০ ও শ্রীমঙ্গলে ৭.৬ ডিগ্রি তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস।
সারাবাংলা/একে