Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৪ ঘণ্টা পর জাহিন নিটওয়্যার লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ২৩:২২ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১১:১৩

ঢাকা: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মদনপুরে জাহিন নিটওয়্যার লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এ তথ্য জানিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুরে জাহিন নিটওয়্যার লিমিটেডে শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ছুটির দিন হওয়ায় ওই কারখানায় কোনো শ্রমিক ছিলেন না।

আগুন লাগার খবর পেয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, সোনারগাঁও ও বন্দর থেকে ফায়ার সার্ভিসের অন্তত ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রায়হাম উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করেছে। প্রথমে ১০টি ইউনিট ঘটনাস্থলে এসেছিল। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।

সারাবাংলা/ইউজে/একে

আগুন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর