Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ২১:২৯

ভৈরব: ৮৪ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক মাদক বিক্রেতা নেত্রকোণা জেলার পশ্চিম কাটলী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মাজহারুল ইসলাম বাবু (২৪) বলে জানা গেছে।

আটকের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। এ সময় মাদকবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের নাটাল মোড়ে অভিযান পরিচালনা করে একটি পিকআপ ট্রাক ড্রাম ভর্তি গাজাঁসহ জব্দ করা হয়।

পরে ড্রামের ভিতর থেকে ২ মণ ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক মাদক বিক্রেতা নিজের দোষ স্বীকার করেছেন।

সারাবাংলা/এমও

গাঁজা মাদক বিক্রেতা র‌্যাব-১৪

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর