Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরের মাটি পরিবহনের দায়ে ২ ট্রাক্টর চালক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ২০:৩০

জয়পুরহাট: কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামে ভেকু (স্ক্যাবেটার) মেশিন দিয়ে পুকুরের মাটি খনন করে মাটি পরিবহনের দায়ে দুইজন ট্রাক্টর চালককে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম টুকটুক তালুকদার এ আদেশ দেন। আটকরা হলেন- কালাই উপজেলার নান্দাইলদীঘি গ্রামের বুলু ফকিরের ছেলে ট্রাক্টর চালক ছাব্বির হোসেন (২৫) এবং একই উপজেলার গঙ্গাঁদাসপুর গ্রামের আয়মুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৮)।

বিজ্ঞাপন

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার বলেন, ‘কয়েকদিন ধরে বড় পুকুর নামে একটি পুকুরের সংস্কার কাজ চলছে। পুকুরের মাটিগুলো বেশ কয়েকটি ট্রাক্টর করে ওই এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র তালোড়া বাইগুনি-নান্দাইলদীঘি পাকা সড়ক হয়ে নিয়ে যাচ্ছিলেন ট্রাক্টর চালকরা। তাদের বেপরো চলাচলের কারনে সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। পরে আটকের পর বালু মহাল ও মাটি ব্যস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) অনুযায়ী তাদের পাঁচদিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।’

এখন থেকে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

২ ট্রাক্টর চালক কারাগার ট্রাক্টর চালক পুকুরের মাটি মাটি খনন