Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজেএফবি’র সভাপতি হামিদ, সাধারণ সম্পাদক শাহীন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ১৯:৪১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২০:৩৬

ঢাকা: পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের স্টাফ রিপোর্টার হামিদ-উজ-জামান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বণিক বার্তার উপনগর সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সংগঠনটির ১১ সদস্যের কার্যনির্বাহী নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন শেয়ার বিজের মাসুম বিল্লহ। এছাড়া যুগ্ম-সম্পাদক জাগোনিউজ২৪ ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিক এবং দফতর সম্পাদক পদে সময়ের আলোর সটাফ রিপোর্টার এম আর মাসফি নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক পদে সাইদ রিপন (ঢাকা পোস্ট), সাংগঠনিক সম্পাদক পদে এস এম জোবায়ের ফয়সাল, প্রচার ও গবেষণা সম্পাদক পদে হাসিবুল ইসলাম (রাইজিংবিডি ডটকম)।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছে মোহাম্মদ জাকারিয়া (বিজনেস পোস্ট), তানজিলা খানম নিঝুম (মোহনা টেলিভিশন), সুশান্ত সিনহা (দেশ টিভি)।

নির্বাচনে ৫৩ জন ভোটারের মধ্যে ৫২ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইআরএফ-এর সহ-সভাপতি ও এএফপি‘র ব্যুরো চিফ মুহাম্মদ সফিকুল আলম। নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ও বিডিনিউজ২৪ ডটকমের সিনিয়র রিপোর্টার মইনুল হক চৌধুরী।

এর আগে ডিজেএফবি’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে অপচয় ও দুর্নীতি আমাকে পীড়া দেয়। তবে কাজও যে হয় না, সেটি বলা যাবে না। একসময় রাজস্ব বাজেটে বেশি ব্যয় হলেও পরবর্তী সময়ে সেই ধারার পরিবর্তন ঘটে। তখন উন্নয়ন বাজেটে বেশি ব্যয় করা শুরু হয়। শিক্ষা সফরের নামে বিদেশ সফরসহ বিভিন্ন ক্ষেত্রে অপচয় হয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পরিকল্পনা কমিশনের সদস্যদের আরও কঠোরভাবে প্রকল্প মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, ডিজেএফবি আমাদের অন্যতম সহযোগী।  সাংবাদিকরা আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে শুধরাতে সহায়তা করছে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, অপচয়ের অন্যতম উৎস হলো উন্নয়ন প্রকল্প। আমরা চেষ্টা করি যতটুকুসম্ভব অপচয় কমাতে। আমি এ ক্ষেত্রে পরিকল্পামন্ত্রীর সঙ্গে আলোচনা করে কাজ করছি।

সারাবাংলা/জেজে/টিআর

টপ নিউজ ডিজেএফবি ডেভেলপমেন্ট জার্নালিস্টস ফোরাম সাহানোয়ার সাইদ শাহীন হামিদ-উজ-জামান