সাংবাদিক এমদাদুলের ওপর হামলাকারী ‘সন্ত্রাসী’ মাসুদ গ্রেফতার
২৮ জানুয়ারি ২০২২ ১৯:১১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২১:০৬
ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় ‘সন্ত্রাসী’ খোরশেদ আলম মাসুদকে সেগুনবাগিচার বাসা থেকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাসুদকে গ্রেফতার করা হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেন ওসি আব্দুর রশিদ।
সাংবাদিক মো. এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) হাতিরঝিল থানায় মামলা হয়েছিল। মামলা নম্বর ৬৯। সেই মামলার পরিপ্রেক্ষিতে মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার রাতে মগবাজারের নিজ বাসায় এমদাদুলের ওপর হামলা চালানো হয়। রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসা নেন। পরে হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা মামলা করেন সাংবাদিক এমদাদুল।
এদিকে সাংবাদিক এমদাদুলের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এমদাদুল হক খানের ওপর হামলার ঘটনায় জড়িত খোরশেদ আলম মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
হাতিরঝিল থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী মাসুদ একজন সরকারি কর্মকর্তা। তাকে গ্রেফতারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি চাওয়ার পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
মাসুদের সহযোগী ইয়াসিন গ্রেফতার: সাংবাদিক এমদাদুলের ওপর হামলাকারী মাসুদের সহযোগী ইয়াসিনকে মগবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
মাসুদের সঙ্গে হামলায় অংশ নিয়ে এই ইয়াসিন মোটরসাইকেল ভাঙচুর করে। যা ক্লোজড সার্কিট ক্যামেরা দেখে পুলিশ নিশ্চিত হয়েছে।
সারাবাংলা/ইউজে/একে