Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষামন্ত্রীকে দ্রুত শাবিপ্রবিতে আমন্ত্রণ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ১৮:৪৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২২:৪৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনে পুলিশি হামলায় আহত এবং অনশন থেকে চিকিৎসাধীন শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনার জন্য উদ্গ্রীব জানিয়ে তাকে দ্রুত ক্যাম্পাসে আসার আমন্ত্রণও জানিয়েছেন তারা।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মুহাইমিনুল বাসার রাজ সংবাদমাধ্যমকে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যেই ঢাকায় সৌরভের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। সরকারি হস্তক্ষেপে শিক্ষামন্ত্রী মূলদাবিসহ অনান্য দাবি পূরনের আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে শাবিপ্রবিতে আসার আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী জানিয়ে তিনি বলেন, তার সঙ্গে আলোচনার জন্য তারা উদগ্রীব।

এর বাইরেও, যেসব দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে তা অতিসত্ত্বর বাস্তবায়নের দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন 

‘উপাচার্য পদের মূল্য বেশি নাকি শিক্ষার্থীর প্রাণ’

ভোরে শাবিপ্রবিতে গিয়ে যা বললেন জাফর ইকবাল

১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙার প্রস্তুতি চলছে

শিক্ষার্থীদের সঙ্গে বসে সমস্যার সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী

‘১০ হাজার টাকা দিলাম, দেখি সিআইডি অ্যারেস্ট করে কি না’

ভিসি ফরিদের বক্তব্যে অনেক মেয়ের উচ্চ শিক্ষার পথ রুদ্ধ হয়ে যাবে

সারাবাংলা/একেএম

শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর