পানছড়িতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
২৮ জানুয়ারি ২০২২ ১৬:৫৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৮:৫৭
ঢাকা: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কলেজ গেইট সংলগ্ন চেংগী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে তিন শিশু।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম জানান, দুপুর ১টার সময় পানছড়ি উপজেলাধীন কলেজ গেইট সংলগ্ন চেঙ্গী নদীতে ওই তিন শিশু গোসল করতে নামে। এ সময় তারা পানিতে তলিয়ে যায়।
ওই তিন শিশু হলো পানছড়ির সত্যধন পাড়া এলাকার পূর্ণ সাধন চাকমার ছেলে পিবির চাকমা (৩) ও মেয়ে পরসা চাকমা (১০) ও সুপন্থা চাকমার মেয়ে জরজরি চাকমা (১০)। ধারণা করা হচ্ছে পিবির চাকমাকে বাঁচাতে গিয়ে বাকি দুজন পানিতে ডুবে যায়।
স্থানীয় লোকজন তিন শিশুকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/একে