Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি নির্বাচনে ‘বোমা সরবরাহকারী’ বোমা বাবুল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২২ ১৬:১৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৭:৫৯

বরিশাল: ‘বোমা বাবুল’ নামে পরিচিত বাবুল হাওলাদারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৮)। এসময় তার কাছে বিদেশি পিস্তল, বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ বলছেন, সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার নির্বাচনে যেসব বোমা ব্যবহার করা হয়েছে, তার বড় একটি অংশ সরবরাহ করেছেন ‘বোমা বাবুল’।

শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয় বাবুলকে। তার বাড়ি ভোলা সদর থানার দ‌ক্ষিণ দিঘল‌দি এলাকায়।

বিজ্ঞাপন

পরে ক্রবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরের রুপাতলীতে র‌্যাব-৮ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে উপঅধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম আটক বাবুলকে নিয়ে  বিভিন্ন তথ্য তুলে ধরেন।

মেজর জাহাঙ্গীর বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ককটেলসহ যেসব হাতবোমা বিস্ফোরণ হয়েছে, তার বেশিরভাগই সরবরাহ করেছেন আটক বোমা বাবুল। র‌্যাব তার গতিবিধির ওপর দীর্ঘ দিন ধরেই নজর রাখছিল।

র‌্যাব-৮-এর এই উপঅধিনায়ক আরও বলেন, র‌্যাব জানতে পারে— অস্ত্রসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্যসহ বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার লঞ্চঘাট এলাকায় অবস্থান করছে বোমা বাবুল। তথ্যের সত্যতা যাচাইয়ের পর শুক্রবার ভোরে র‌্যাব-৮-এর একটি বিশেষ আভিযানিক দল নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়।

অভিযানে বাবুল হাওলাদার ওরফে ‘বোমা বাবুল’কে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, চার রাউন্ড অ্যামুনিশন, তিনটি তাজা বোমা, বোমা তৈরির কাজে ব্যবহৃত ৮০০ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ বক্স, ৫০টি মার্বেল, ২ প্যাকেট বিয়ারিং বল, ১০টি জর্দার কৌটা, ১২টি বিস্ফোরক ভর্তি কলম, পাঁচটি লাল টেপ, তিন কালারের ৫ মিটার বৈদ্যুতিক তার, ২ কেজি কাঁচের টুকরা এবং অস্ত্র ও বোমা কেনাবেচার কাজে ব্যবহৃত দুইটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ইউপি নির্বাচন বোমা বাবুল বোমা সরবরাহকারী