‘৩০ শতাংশ বায়ুদূষণ পার্শ্ববর্তী দেশের কারণে’
২৭ জানুয়ারি ২০২২ ২৩:৫৩
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলাম সাদী বলেছেন, বায়ু দূষণের কারণে আমার নানা রোগে আক্রান্ত হচ্ছি। ৩০ শতাংশ বায়ুদূষণ এসে থাকে পার্শ্ববর্তী দেশ থেকে। যদি অসংক্রামক রোগের বিরুদ্ধে এখনই যুদ্ধের মনোভাব নিয়ে না নামি তাহলে এর ব্যাপকতা দিন দিন বাড়তেই থাকবে। সামাজিক আন্দোলন ছাড়া এর ব্যাপকতা রোধ করা সম্ভব না।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক। ঢাকার প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান হচ্ছে। ২৬ জানুয়ারি শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে ২৮ জানুয়ারি। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করেছে।
ডা. সামিউল ইসলাম সাদি বলেন, ‘অসংক্রামক রোগ আমাদের জীবনযাত্রার সাথে জড়িত। আমরা জীবনযাত্রার মানে পরিবর্তন আনি তাহলেই কিন্তু আমরা এটা থেকে অনেকাংশে ভালো থাকতে পারি। আমরা যদি নিরাপদ খাদ্য গ্রহণ না করি, স্থুলতা, ধুমপান পরিহার না করি, হাটাচলা না করি, ব্যায়াম না করি, ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখতে না পরি, তাহলে হাসপাতাল তৈরি করে কখনো আমরা রোগী চাপ সামাল দিতে করতে পারবো না।’
রোগ প্রতিরোধের উপর জোর দেওয়া তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমরা রোগ এবং রোগের চিকিৎসায় গুরুত্ব দেই। কিন্তু রোগের প্রতিরোধের যে বিষয় আছে, আমরা যদি সেই দিকে গুরুত্ব দেই তাহলে আমার অনেক সমস্যা থেকে উত্তেরণ করতে পরবো। প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে ঝুঁকি অনেক কমে যায়। ক্যান্সারের বেলায় আমার খুব দেরিতে ডায়াগোনেসিস করি। তখন আর কিছু করার থাকে না।’
তিনি আরও বলেন, ‘যদি অসংক্রামক রোগের বিরুদ্ধে আমরা এখনই যুদ্ধের মনোভাব নিয়ে না নামি তাহলে এর ব্যাপকতা দিন দিন বাড়তেই থাকবে। সামাজিক আন্দোলন ছাড়া এর ব্যাপকতা রোধ করা সম্ভব না।’
এদিন প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের দ্বিতীয় দিনের বিভিন্ন পর্বে যোগ দেন দেশের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা।
দ্বিতীয় পর্বে গবেষণা পত্র উপস্থাপন করেন- ডা. মিথিলা ফারুখ, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সানজিদা বিনতে আলী, আন্তর্জাতিক স্পিকার ডা. কিংসলে অ্যাঘো, বিলকিস বানু, নাভিরা আবতাবী বিনতে ইসলাম, খোন্দকার ফাতেমা।
এই পর্বে চেয়ার ছিলেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ও আয়োজক কমিটির বৈজ্ঞানিক সেক্রেটারি ডা. আলেয়া নাহিদ।
প্রধান অতিথি ছিলেন পিওর আর্থের কান্ট্রি ডিরেক্টর ডা. মাহফুজুর রহমান।
বিশেষজ্ঞরা মনে করছেন, অসংক্রামক রোগ নিয়ে ব্যক্তি পর্যায়ে সচেতন হতে না হলে প্রতিরোধ করা সম্ভব না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস, ইন্টান্যাশনাল সোসাইটি ফর আরবান হেলথের (আইএসইউএইচ) প্রেসিডেন্ট অধ্যাপক জো আইভি বাফর্ড, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনসিডি টিম লিডার (ব্যাংলাদেশ) সাধনা ভাগওয়াত, ওয়ার্ড ওরবেস্টি ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক জন উইলডিং, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্ট্রর ডা. মুনির আহমেদ, ইউনিভার্সেল মেডিক্যাল রিসার্স সেন্টারের রিসার্স প্রধান অধ্যাপক ডা. রেদওয়ানুর রহমানসহ অন্যরা
সারাবাংলা/এসবি/এমও