নিউজিল্যান্ডে তিন দশকে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি
২৮ জানুয়ারি ২০২২ ১২:২০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৩:৫৩
নিউজিল্যান্ডে ১৯৯০ সালের পর রেকর্ড মুদ্রাস্ফীতি বিরাজ করছে। ২০২১ সাল শেষে দেশটির মুদ্রাস্ফীতি ৫.৯ শতাংশ স্পর্শ করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নিউজিল্যান্ডের পরিসংখ্যান বিভাগ এ তথ্য প্রকাশ করেছে।
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাসের চেয়েও মুদ্রাস্ফীতি বৃদ্ধির এ হার বেশি। বৃহস্পতিবার পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে দেখা যায়, এক বছরে পেট্রোলের মূল্য বেড়েছে ৩০ শতাংশ। গত বছরে দেশটিতে নির্মাণ খাতে ব্যয় বেড়েছে ১৬ শতাংশ। আবাসনের মূল্য বেড়েছে ২৮ শতাংশ— যা প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনকে রাজনৈতিকভাবে বিপাকে ফেলেছে। ব্যাপক দর বৃদ্ধির কারণে বহু মানুষ বাড়ি ক্রয় করতে ব্যর্থ হচ্ছেন। এছাড়া আবাসিক এলাকায় বাড়ি ভাড়া বেড়েছে ৫.৫ শতাংশ।
দেশটিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য তেলের দাম ও আন্তর্জাতিক অর্থনীতিতে উত্তেজনাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। সাংবাদিকদের তিনি বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে অন্যান্য বহু দেশও এমন পরিস্থিতির শিকার।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) বহু দেশ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিজনিত সমস্যায় পড়েছে উল্লেখ করে পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা অ্যারন ব্যাক বলেন, নিউজিল্যান্ড একা নয়— গত দশকের তুলনায় বর্তামানে ওইসিডিভুক্ত দেশগুলো অধিক মাত্রার মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে।
মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে গত বছরের শেষের দিকে দুইবার সুদের হার বাড়ায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। নিউজিল্যান্ডের সরকারের লক্ষ্য হলো—দেশটির মুদ্রাস্ফীতি ১.৩ শতাংশে রাখা। এ লক্ষ্য অর্জনে আগামী ২৩ ফেব্রুয়ারি ফের এক দফা সুদের হার বাড়ানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সারাবাংলা/আইই