Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে ১ বছরে প্রথম বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ২২:৫৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ২৩:০১

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর মিয়ানমারের সঙ্গে প্রথম কোনো দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ছিল দুই দেশের নবগঠিত ‘অ্যাডহক টাস্কফোর্স ফর ভেরিফিকেশন অব দ্য ডিসপ্লেসড পারসনস ফ্রম রাখাইন’-এর বৈঠক।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হয়েছে। এর আগে, সবশেষ ২০২১ সালের ১৯ জানুয়ারি চীনের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক একটি বৈঠক হয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির ইমিগ্রেশন ও পপুলেশন মন্ত্রণালয়ের উপমহাপরিচালক ইয়ে তুন ও।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা রাখাইনের বাসিন্দা ছিলেন কি না— এটি যাচাই-বাছাইয়ে দেরির কারণ খুঁজে বের করতে কারিগরি পর্যায়ের এই আলোচনায় নিজেদের সদিচ্ছার কথা তুলে ধরেছে উভয় পক্ষ।

এর আগে, চীনকে নিয়ে ত্রিপাক্ষিক যে বৈঠক হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছিল— ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দুই দেশের ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। কিন্তু ফেব্রুয়ারির শুরুতেই মিয়ানমারে অং সান সু চির সরকারের পতন হয়। দেশটি ক্ষমতায় আসেন সামরিক বাহিনী। ফলে রোহিঙ্গা নাগরিক বাছাইয়ের কাজটি আগের চেয়েও ধীর হয়ে যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাইয়ে মিয়ানমারের দিক থেকে ধীরগতির বিষয়ে এবারের বৈঠকে গভীর হতাশা জানিয়েছে বাংলাদেশ। দ্রুততার সঙ্গে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করতে দুই দেশের মধ্যে সই করা তিনটি দ্বিপাক্ষিক চুক্তির আলোকে সব ধরনের সহায়তার প্রস্তাবও বাংলাদেশ দিয়েছে।

বিজ্ঞাপন

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সরকারি বাহিনীর তীব্র নির্যাতনের শিকার হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে করেন রোহিঙ্গা নাগরিকরা। কয়েক ধাপে তাদের প্রায় ১২ লাখ নাগরিক চলে আসেন বাংলাদেশে। মানবিক বিবেচনায় কক্সবাজারে কয়েকটি ক্যাম্প তৈরি করে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ।

এরপর মিয়ানমারের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়েও রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরানোর ব্যবস্থা করা যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এ বিষয়ে চাপ দেওয়া হলেও তাতে কাজ হয়নি।

সারাবাংলা/টিএস/টিআর

টপ নিউজ বাংলাদেশ-মিয়ানমার বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর