পতাকা অবমাননা: সৌদি আরবে ৪ বাংলাদেশি গ্রেফতার
২৭ জানুয়ারি ২০২২ ২২:৫১
সৌদি আরবের জাতীয় পতাকা অবমাননার দায়ে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। জেদ্দা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র গালফ নিউজকে জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে ওই চার বাংলদেশিকে গ্রেফতার করা হয়েছে।
ওই ভিডিওতে আবর্জনার মধ্যে থেকে এক ব্যক্তিকে সৌদি আরবের পতাকা সংগ্রহ করতে দেখা যায়। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই আবর্জনায় সৌদি পতাকা ফেলে দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে গ্রেফতারকৃতদের কোনো নাম, পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে, মক্কা পুলিশের মুখপাত্র কোনো অবস্থাতেই অবমাননাকর কিছু না করে পতাকার সম্মান রক্ষার আহ্বান জানিয়েছেন। কেউ সৌদি পতাকার অবমাননা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
অন্যদিকে, এ ধরনের অপরাধে দোষী প্রমাণ হলে এক বছরের কারাদণ্ড এবং তিন হাজার রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
সারাবাংলা/একেএম