বিয়ে না হওয়ায় যুবকের আত্মহত্যা
২৭ জানুয়ারি ২০২২ ২২:২৯
ভৈরব: বিয়ে না হওয়ায় অভিমানে গাছে ঝুলে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মাহফুজ মিয়া (২০), সে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের ইকবাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই যুবক পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মাহফুজকে বিয়ে করানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনেক পাত্রীর খোঁজখবর নেওয়া হচ্ছিল। কিন্তু দীর্ঘদিন চেষ্টার পরও বিয়ে না হওয়ায় আজ সকালে ঘর থেকে বের হয়ে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামে একটি গাছে ঝুলে আত্মহত্যা করে মাহফুজ।
নিহতের বাবা জানান, বিয়ে করানোর জন্য পছন্দসই পাত্রী পাচ্ছিলেন না। বিয়ে বললেই তো আর হয় না। পছন্দসই পাত্রী লাগে। সকালে ঘর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই এই মৃত্যুর খবর পাই।
ভৈরব থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বাপ্পী জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও