Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ২১:৫৪

চাঁপাইনবাবগঞ্জ: মাদক পাচারের গোপন সংবাদে পৃথক অভিযানে হেরোইনসহ এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। গ্রেফতারকৃত মো. মিজানুর রহমান (৩৯) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঝিলিম ইউনিয়নের ডোমপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর রাজশাহীর একটি অপারেশন দল সদর থানার ঝিলিম ইউনিয়নের ঝিলিম বাজারের পাশে ডোম পাড়ার মো. মিজানুর রহমানের বাড়ির উত্তর দিকের গোয়াল ঘরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ৯৩৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এমও

গ্রেফতার মাদক বিক্রেতা র‌্যাবের অভিযান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর