সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ২১:৩১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ২২:৩১
২৭ জানুয়ারি ২০২২ ২১:৩১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ২২:৩১
ঢাকা: চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সচিব মো. আজিজুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অধীন কোনো ধরনের নিয়োগের এমসিকিউ, লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া যাবে না।
আজিজুল হক জানান, পরবর্তী সময়ে স্বল্প সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যেন স্থগিত করা পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে।
সারাবাংলা/জিএস/টিআর