Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধস্তন আদালত মনিটরিং দায়িত্বে হাইকোর্টের ৮ বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ১৯:১৩

ঢাকা: দেশের আট বিভাগের সকল অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একইসঙ্গে মনিটরিং কমিটির সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় আট কমর্কর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তির ভাষ্যমতে— বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের প্রত্যেক বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে মনোনয়ন দিয়ে আটটি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করেছেন।

মনিটরিং কমিটিতে ঢাকা বিভাগের দায়িত্বে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো.জাকির হোসেন এবং রাজশাহী বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

অধস্তন আদালত টপ নিউজ বিচারপতি সুপ্রিম কোর্ট হাইকোর্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর