Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর এলো হেলিকপ্টারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ১৮:৫১

দিনাজপুর: বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা। বিরামপুর সরকারি কলেজ মাঠে উৎসুক জনতার ভিড়। হঠাৎ আকাশ থেকে শব্দ করে হেলিকপ্টার নিয়ে মাঠে নামলেন বর। মাথায় মুকুট, গায়ে শেরওয়ানি পরে হেলিকপ্টার থেকে চার যাত্রী নিয়ে নামেন বর। পরে প্রাইভেটকারে চড়ে বিয়ের আসরে যান তিনি।

বরের নাম ইমরান হোসেন। তিনি রাজশাহী পঠিয়া উপজেলার ইসমাঈল হোসেনের ছেলে। পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। কনে ইফফাত জাহান বিরামপুর উপজেলার শিমলতলী এলাকার মিজানুর রহমানের মেয়ে।

বিজ্ঞাপন

মেয়ের বাবা মিজানুর রহমান জানান, ‘বিশ্বে করোনাভাইরাসের প্রকোপ দিনদিন বাড়ছে। এরমধ্যে সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। সে কারণেই স্বামাজিক দূরুত্ব বজায় রেখে অল্প পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে। বিকেল চারটার মধ্যেই তারা ফের হেলিকপ্টারে করে চলে যান।’

বর ইমরান হোসেন বলেন, ‘আসলে এটা একটা শখ ছিল। তাছাড়াও দেশের করোনাভাইরাসের পরিস্থিতি মোটেও ভালো না। দিন দিন সংক্রমণ বাড়ছে। ফলে অনেকটা শখ এবং দায়িত্ববোধ থেকে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছি।’

বিরামপুর থানাপুলিশের পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‘দুপুরের দিকে হেলিকপ্টারযোগে বিরামপুর সরকারি কলেজ মাঠে বিয়ে করতে আসেন এক প্রকৌশলী। আমরা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিলাম।’

সারাবাংলা/এমও

বর এলো হেলিকপ্টার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর