Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ১৮:০৭

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধারা তাদের হারানো গৌরব ফিরে পেয়েছেন। ফিরে পেয়েছেন তাদের পরিচয়। বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে।

বৃহস্প‌তিবার (২৭ জানুয়ারি) দুপু‌রে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা ও সম্মাননা চেক প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন। নারায়ণগঞ্জ শহ‌রের দেওভোগ এলাকায় মর্গান গার্লস স্কুল অ্যান্ড ক‌লে‌জের আনোয়ার হোসেন মিলনায়ত‌নে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের নেতৃত্বে দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের জন্যই বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের এই অবদানের কথা অনন্তকাল মনে রাখবে।’

বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে উল্লেখ ক‌রে গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ২১ বছর মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে পারেননি। স্মৃতিরক্ষায় প্রতি এলাকায় মুক্তিযোদ্ধাদের নামে সড়কগু‌লোর নামকরণ করতে হবে। বঙ্গন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ করে দিচ্ছেন। একটা সময় ছিল স্বাধীন বাংলাদেশে আমরা মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারতাম না। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লুকিয়ে রেখে চাকরি চাইতে হত।’

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ সিটি কর‌পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বি‌শেষ অতিথির বক্ত‌ব্যে ডা. সেলিনা হায়াৎ আইভী ব‌লেন, ‘বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে সব সেক্টরে কাজ করে যাচ্ছে। কিন্তু তা প্রচার হচ্ছে না। সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। সব শ্রেণির মানুষ সরকারের সুবিধা পাচ্ছে।’

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হা‌ফিজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, নারায়ণগঞ্জ জেলার অতি‌রিক্ত পু‌লিশ সুপার মোস্তা‌ফিজুর রহমান, বাংলা‌দেশ আওয়ামী লীগের জাতীয় ক‌মি‌টির সদস্য অ্যাড‌ভো‌কেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপ‌তি আব্দুল কা‌দিরসহ অনেকে।

এর আগে বৃহস্প‌তিবার সকা‌লে রূপগ‌ঞ্জের রূপসীর বাসভবন থে‌কে সা‌র্কিট হাউ‌জে এসে পৌঁছান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। সা‌র্কিট হাউজে বস্ত্র ও পাটমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হা‌ফিজ। এরপর সার্কিট হাউজে পুলিশের একটি চৌকস দল বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গার্ড অব অনার দেয়।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর