Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাহবুব তালুকদারের চিকিৎসায় বছরে ইসির খরচ ৪০ লাখ টাকা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২২ ১৫:১২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৭:৩১

ঢাকা: আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে অসুস্থ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, প্রতি বছর মাহবুব তালুকদারের চিকিৎসায় কমিশনের খরচ ৩০ থেকে ৪০ লাখ টাকা। তিনি, সিসিইউ, আইসিইউ থেকেও নতুন নতুন শব্দ খুঁজে বের করেন। আর চেষ্টা করেন এই শব্দগুলো দিয়ে কীভাবে মিডিয়ায় কাভারেজ পাওয়া যায়।

বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্র্যাসির (আরএফইডি) টক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইসির একজন কমিশনার নির্বাচন ব্যবস্থার সংস্কার, বিনা ভোটের নির্বাচন নিয়ে সমালোচনা করেন- এই বিষয়ে সিইসির বক্তব্য জানতে চাইলে কে এম নুরুল হুদা বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে ইসির কী করার আছে? এটা তো প্রার্থীদের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত। বিনা ভোটে নির্বাচিত কেন হলো- এটা দেখার কোনো এখতিয়ার কমিশনের নেই। নির্বাচন ব্যবস্থার সংস্কারে কোনো এলিমেন্ট নেই।’

মাহবুব তালুকদার বিষয়ে সিইসি আরও বলেন, ‘উনার কথা তো বলেছি বারবার। উনার ব্যক্তিগত এজেন্ডা থাকে, উনি এগুলো বলেন। তিনি একজন রোগাক্রান্ত ব্যক্তি, উনি আসলে শারিরীক দিক দিয়ে একজন অসুস্থ ব্যক্তি। তিনি কখনো আইসিউ, কখনো সিসিইউতে থাকেন। তিনি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করেছেন, ভারতে ট্রিটমেন্ট করেছেন। বছরে প্রায় ৩০-৪০ লাখ টাকা তার চিকিৎসায় খরচ হচ্ছে। এই খরচ নির্বাচন কমিশন বহন করছে। তিনি আইসিউ, সিসিইউ থেকে বিভিন্ন শব্দ বের করে এনেছেন কিনা সেটা জানি না।‘

কে এম নুরুল হুদা বলেন, ‘কোনো নির্বাচন হলে, আমাদের কোনো অনুষ্ঠান হলে তার ৬/৭ দিন আগে থেকে শব্দ বেছে বেছে বের করেন। আর ভাবতে থাকেন কোন শব্দটা কোন যায়গায় বসাবেন। যেটা মিডিয়ায় কাভারেজ হয়। এরকম উনি করেন। একথা আমি বার বার বলেছি।’

বিজ্ঞাপন

মাহবুব তালুকদার ব্যক্তিগতভাবে যেটা বলেন সেটা তার মতামত বলেও সিইসি উল্লেখ করেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সিইসি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর