হাজারীবাগে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
২৬ জানুয়ারি ২০২২ ২২:৫৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৫:০৬
ঢাকা: রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় একটি বাড়ির তিনতলার সিঁড়ি থেকে পড়ে রোমান (১১) নামের এক শিশু মারা গেছে।
বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সারে ৯টার দিকে মৃত ঘোষণা করে।
মৃত রোমানের বাবা জাহাঙ্গীর হোসেন জানান, তাদের ভোলা জেলার চড়ফ্যাশন উপজেলার চড় মাদ্রাজ গ্রামে। বর্তমানে হাজারীবাগ বউবাজার নুরু কসাইয়ের গলির একটি বাসার তিনতলায় ভাড়া থাকত।
রোমান স্থানীয় জরিনা শিকদার স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। এক ভাই দুই বোনের মধ্যে রোমান ছিল দ্বিতীয়।
জাহাঙ্গীর হোসেন আরও জানায়, রোমান সন্ধ্যার দিকে তিনতলার সিঁড়িতে টেনিস বল খেলছিল। সেখান থেকে পা পিছলে সিঁড়িতেই পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানায় অবহিত করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে