Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ১৮:১৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৮:২০

ঢাকা: বরিশাল-ঢাকা মহাসড়কের বার্থী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও এক ছাত্র। করোনার ভ্যাকসিন নিতে যাওয়ার পথে বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় গৌরনদী উপজেলার বার্থী কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বাসচাপায় মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো মো. অন্তর বেপারী (১৪) ও মো. রেদোয়ান ফকির (১৫)। তারা দুজনই বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত মো. কাইয়ুম হোসেন (১৫) নিহতদের সহপাঠী।

গৌরনদী হাইওয়ে থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মো. অন্তর বেপারী, মো. রেদোয়ান ফকির ও কাইয়ুম হোসেন করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য একটি মোটরসাইকেলযোগে বার্থী বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি বরিশাল-ঢাকা মহাসড়ক ধরে বার্থী কলেজের সামনে পৌঁছলে বরগুনা জেলা সদর থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই তিন ছাত্র গুরুতর আহত হয়। পরে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অন্তর বেপারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো.রেদোয়ান ফকিরকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

গৌরনদী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সার্জেন্ট মো. মাহাবুবুর রহমান উজ্জল জানান, পুলিশ বাসটিকে জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/একে

টপ নিউজ দুই শিক্ষার্থী বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর