Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিস্টেম ডিজিটাল হলে কর ফাঁকির সুযোগ কমে যাবে: কৃষিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ১৮:০৫

ঢাকা: সিস্টেম যদি ডিজিটাল হয় তাহলে কর ফাঁকি দেওয়ার সুযোগ কমে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সেইসঙ্গে বিদেশে টাকা পাচার যেন না হয় সেজন্য কাস্টম কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ জানুয়ারি) আর্ন্তজাতিক কাস্টমস দিবস উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এই আহ্বান জানান।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘ওভার-ইনভয়েস ও আন্ডার-ইনভয়েসের মাধ্যমে বিরাট অংকের টাকা বাংলাদেশ থেকে বিদেশে চলে যায়। ব্যবসায়ী কিংবা সরকারি চাকরিজীবীরা দুর্নীতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করছে। এখানে আপনারা (কাস্টমস) অনেক বড় ভূমিকা রাখতে পারেন। ডিজিটালাইজেশন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিস্টেমস ডিজিটাল হলে কর ফাঁকি দেওয়ার সুযোগ কমে যাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে শিল্পায়ন হলে অনেক মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে হবে। সেটি করতে গেলে আমাদের ৪৭ বিলিয়নের যে রিজার্ভ, সেটি আর থাকবে না। এখন শিল্পায়ন সেভাবে হচ্ছে না। আমরা শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামাল আমদানি করছি। কোনোভাবেই ব্যবসায়ীরা যেন বিদেশে টাকা পাচার করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। এটাকে আরও ত্বরান্বিত করতে হবে। সেক্ষেত্রে কাস্টমস দিবসের আজকের প্রতিপাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবক্ষেত্রে এটি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে অবশ্যই আমাদের লক্ষগুলো অর্জন করতে পারব। এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার অনেকগুলোই থাকবে না। উন্নত দেশের সঙ্গে কাস্টমসের সিস্টেমগুলো কী হবে, কীভাবে আমাদের সুবিধাগুলো নেব, সে সময় কাস্টমস কর্মকর্তাদের আরও দক্ষ হতে হবে।’

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মামুদ চৌধুরী, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এসজে/পিটিএম

কৃষিমন্ত্রী ড. আব্দর রাজ্জাক

বিজ্ঞাপন

গ্যাস সংকট থাকতে পারে আরও ৪ দিন
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর