Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজীবের জামিন মেলেনি, মামলার তদন্ত দ্রুত সম্পন্নের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ১৩:৫৬

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে করা মামলার তদন্ত যত দ্রুত সম্ভব অথবা ছয় মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের শুনানি করেন আইনজীবী শিউলি খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।

পরে একেএম আমিন উদ্দিন মানিক জানান, রাজীবের আইনজীবী আদালতে জানিয়েছেন তারা এ জামিন আবেদনটি আর চালাতে চান না। এরপর আদালত ননপ্রসিকিউশন করে তদন্ত যত দ্রুত সম্ভব বা ৬ মাসের মধ্যে শেষ করতে দুদককে নির্দেশ দেন।

২০১৯ সালের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরপর একই বছরের ৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার নামে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এনএস

কাউন্সিলর মো. তারেকুজ্জামান রাজীব ঢাকা উত্তর সিটি করপোরেশন দুর্নীতি দমন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর