নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার, আটক ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ১৩:১৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৬:০৯
২৬ জানুয়ারি ২০২২ ১৩:১৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৬:০৯
নওগাঁ: জেলার সদর উপজেলা থেকে গত রাতে ৫০ কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার এবং পাচারকারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএসআই এর যৌথ অভিযানে রাত সাড়ে ১২টায় ১০০ কেজি ওজনের ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শামসুদ্দিন জানিয়েছেন, ওই সময় সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- নওগাঁ শহরের কোমাইগাড়ির আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এএম