Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোরে শাবিপ্রবিতে গিয়ে যা বললেন জাফর ইকবাল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২২ ০৯:১৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৩:০৩

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়েছেন বলে জানিয়েছেন কথাসাহিত্যিক অধ্যাপক ড. জাফর ইকবাল।

বুধবার (২৬ জানুয়ারি) ভোরে শাবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জাফর ইকবাল বলেন, আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন। বড় বড় মানুষজন যোগাযোগ করেছেন। সেই জন্যই আজকে আমি তোমাদের কাছে এসেছি। উনারা আমাকে কথা দিয়েছেন।।

তিনি বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমার কথা না শুনলে! আমি যেহেতু এসেছি, তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব।

তবে শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শাবিপ্রবির সাবেক এই অধ্যাপক। তিনি বলেন, আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবন অনেক মূল্যবান। তুচ্ছ বিষয়ে জীবন অপচয় করা যাবে না।

এ সময় তার স্ত্রী ড. ইয়াছমিন হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

সারাবাংলা/এএম

টপ নিউজ শাবিপ্রবি আন্দোলন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর