Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযোগ প্রমাণের আগে ব্যাংক কর্মীদের চাকুরিচ্যুত না করার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ২২:৩২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ০৯:১৯

ঢাকা: প্রমাণিত অভিযোগ ছাড়া ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা পদত্যাগে বাধ্য না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বিষয়টি স্পষ্ট করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে বেসরকারি ব্যাংকের কর্মীদের চাকরির শুরুর বেতন কাঠামো নির্ধারণ করে দেয়। যেখানে অ্যাসিসটেন্ট অফিসার বা ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার বা ট্রেইনি অ্যাসিসটেন্ট ক্যাশ অফিসার অথবা সমপর্যায়ের কর্মকর্তা এবং ব্যাংকের এন্ট্রি লেভেলে নিযুক্ত কর্মকর্তাদের শিক্ষানবিশকালে ন্যূনতম বেতন হবে ২৮ হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষে এ ধরনের ব্যাংক কর্মকর্তাদের শুরুর মূল বেতনসহ ন্যূনতম ৩৯ হাজার টাকা দিতে হবে।

এছাড়াও বলা হয়, নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারলে বা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংকারকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। এতে বলা হয়েছে, বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে অদক্ষতার কারণে চাকরিচ্যুত করা যাবে না বা অদক্ষদের পদোন্নতি দিতে হবে এ ধরনের নির্দেশনা কোথাও বলা হয়নি। সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ থাকলে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংকের নিজস্ব নীতিমালা ও বিধিমালা অনুসরণে প্রশাসনিক কার্যক্রমে কোনো বিধিনিষেধও আরোপ করা হয়নি।

কেবল আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারা বা কোনোরূপ প্রমাণিত অভিযোগ ছাড়াই অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা যাবে না মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

অভিযোগ চাকরিচ্যুত বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর