Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে ফরাসি পর্যটকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২ ২২:২৩

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানের একটি আদালত ফরাসি পর্যটক বেনজামিন ব্রিরেকে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

এর আগে, ২০২০ সালের মে মাসে ইরান-তুর্কমেনিস্তান সীমান্তে ড্রোন ওড়ানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছিল।

এ ব্যাপারে বেনজামিনের আইনজীবী ফিলিপ ভ্যালেন্ট ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, তিনি ন্যায়বিচার পাননি। পাশাপাশি, ডিসেম্বর থেকে অনশন শুরু করার পর থেকে তিনি দুর্বল হয়ে পড়েছেন। এমনকি তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারেও তাকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এর বাইরেও, ইরানের ইসলামি ব্যবস্থার সমালোচনা করায় তাকে আরও আট মাস বেশি কারাভোগ করতে হতে পারে বলে জানিয়েছেন ওই আইনজীবী।

সারাবাংলা/একেএম

ইরান টপ নিউজ ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর