Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে হেডম্যান হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ২১:২১

ছবি: সারাবাংলা

কক্সবাজার: জেলায় রামুর ব্যাংডেবার আলোচিত হেডম্যান হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন ও তার সহযোগী সানাউল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে নিজ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানবীর হাসান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রাতে বান্দরবানের আলীকদম বাজারের পাশ্ববর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে তানবীর হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই হত্যাকাণ্ডের এজাহারভুক্ত ১ ও ৫ নম্বর আসামি গ্রেফতার এড়ানোর জন্য বান্দরবানের এক আত্বীয়ের বাড়িতে আত্মগোপনে আছেন।

পরে বান্দরবানের আলীকদম বাজারের পাশে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ও সানাউল্লাহকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তানবীর হাসান।

সারাবাংলা/এনএস

কক্সবাজার রামুর ব্যাংডেবার হেডম্যান হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর