অর্ধেক হতে পারে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনের সময়
২৫ জানুয়ারি ২০২২ ২০:২১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ২০:৪৫
ঢাকা: দেশে বাড়ছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সংখ্যা। এর মাঝে দেশের অনেক হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা কোভিড-১৯-এ আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় হাসপাতালের কোভিড ইউনিটে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনের সময় কমিয়ে অর্ধেক করার চিন্তাভাবনা করছে সরকার। ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে ওমিক্রনের উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এই সভার আয়োজন করে।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব স্বাস্থ্যকর্মী কোভিড রোগীদের সেবা দিতে কোভিড ইউনিটে দায়িত্ব পালন করেন, তাদের আইসোলেশন সময় কমানো হবে। এসব স্বাস্থ্যকর্মীরা বর্তমানে ১০ দিন আইসোলেশনে থাকেন। এখন সেটা কমিয়ে পাঁচ থেকে সাত দিনে নামিয়ে আনা হবে।
তিনি বলেন, ঢাকায় যতগুলো সরকারি হাসপাতাল আছে, সেখানে কোভিড শয্যা আছে ৪ হাজার। এরই মধ্যে এক হাজার শয্যা পূরণ হয়ে গেছে। সে হিসাবে ঢাকায় হাসপাতালগুলোর শতকরা ২৫ ভাগ পূর্ণ হয়ে গেছে।
করোনা সংক্রমণ পরিস্থিতির ঊর্ধ্বগতির পাশাপাশি হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়াকে আশঙ্কাজনক বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
বিপিএমসিএ সভাপতি মুবিন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় দেশের বেসরকারি হাসপাতালের মালিক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার হাসপাতালের একটি ফাইল ছবি
সারাবাংলা/এসবি/টিআর
আইসোলেশন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী