Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যুর ঘটনা তদন্ত করবে বন মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২২ ১৯:২৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৯:৫৬

বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা [ছবি: ইন্টারনেট]

ঢাকা: গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চলতি জানুয়ারি মাসেই মারা গেছে ৯ জেব্রা। এ ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্প সংক্রান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ সভায় তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, হঠাৎ করেই এতগুলো জেব্রার মৃত্যু কী কারণে হলো, তা বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খুঁজে বের করা হবে। বন্যপ্রাণী সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ এ সরকার দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

বন ও পরিবেশমন্ত্রী আরও বলেন, এত কম সময়ের ব্যবধানে ৯টি জেব্রার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এরই মধ্যে এর কারণ নির্ণয় করতে জেব্রাগুলোর মরদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা চলছে। প্রাথমিক কিছু তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা ফলাফল বিশ্লেষণ করছেন। যথাযথ কারণ নির্ণয়ে আরও সময়ের প্রয়োজন। প্রয়োজন হলে নমুনা বিদেশে পাঠানো হতে পারে।

এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয় ও অধীন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

এডিপি পর্যালোচনা সভায় মন্ত্রণালয়ের হাতে নেওয়া বিভিন্ন প্রকল্প সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যযথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা দেন মন্ত্রী।

সারাবাংলা/জেআর/টিআর

৯ জেব্রার মৃত্যু তদন্ত কমিটি বঙ্গবন্ধু সাফারি পার্ক বন ও পরিবেশমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর