‘কর বাড়ানো হবে না, বিভ্রান্ত হবেন না’
২৫ জানুয়ারি ২০২২ ১৮:৩৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৮:৪৫
চট্টগ্রাম ব্যুরো: গৃহকর নিয়ে চট্টগ্রাম নগরবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে চসিকের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত পর্যালোচনা সভায় এ আহ্বান জানান।
পুনঃমূল্যায়নের ভিত্তিতে চট্টগ্রাম নগরীতে গৃহকর আদায়ের যে উদ্যোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে নিষেধাজ্ঞার কারণে আটকে গিয়েছিল, সেই নিষেধাজ্ঞা গত ১৮ জানুয়ারি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে পুনঃমূল্যায়নের ভিত্তিতে গৃহকর আদায়ে আর কোনো বাধা নেই। এ অবস্থায় কর বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা আছে নগরবাসীর মধ্যে।
নগরবাসীকে আশ্বস্ত করে সভায় মেয়র রেজাউল বলেন, ‘কোনো কর বাড়ানো হবে না। কেবল করের আওতা বাড়ানো হবে। সবশেষ গৃহকর পুনঃমূল্যায়নে যদি কোনো অসঙ্গতি থাকে এবং কেউ যদি আপিল করেন, তাহলে সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা হবে।’
সিটি করপোরেশনের বিধিবিধানের আওতায় কর উপযোগী খাত চিহ্নিত করে কর আদায়ের নির্দেশনা দেন মেয়র।
এর আগে, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে ২০১৬-১৭ অর্থবছরে পঞ্চবার্ষিকী কর পুনঃমূল্যায়ন করা হয়েছিল। এর ভিত্তিতে সরকারি-বেসরকারি খাতে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর ঘোষণা এলে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনের মুখে ২০১৭ সালের ১০ ডিসেম্বর সেটা স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রেজাউল করিম চৌধুরী চসিকের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই স্থগিতাদেশ প্রত্যাহারের জোর পদক্ষেপ নেন।
চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতিদের মধ্যে কাউন্সিলর মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, আব্দুল মান্নান, ওয়াসিম উদ্দিন চৌধুরী, জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, সলিমুল্লাহ বাচ্চু, আতাউল্লাহ চৌধুরী, মোবারক আলী, কাজী নুরুল আমিন, গাজী শফিউল আজিম, জহুরুল আলম জসিম, আবদুল বারেক, মো. ইলিয়াছ, নাজমুল হক ডিউক।
আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, আবু সালেহ, মনিরুল হুদা, সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।
সারাবাংলা/আরডি/টিআর
চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক কর চসিক মেয়র টপ নিউজ মেয়র রেজাউল করিম