নেত্রকোণায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ঘোষণা
২৫ জানুয়ারি ২০২২ ০৯:২৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ০৯:২৯
নেত্রকোনা: এবার নেত্রকোণার বিখ্যাত খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন শামসুজ্জামান খান ও কবি শামীম রেজা।
এবছর ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব উপলক্ষে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্যে নির্বাচন করা হয় কবি শামীম রেজাকে। আর গত বছরের পুরস্কারের জন্যে নির্বাচন করা হয় অধ্যাপক শামসুজ্জামান খানকে।
নেত্রকোণা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর বসন্তকালীন সাহিত্য উৎসবের আয়োজন করে আসছে। উৎসবে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় প্রতিবছর একজন গুণী মানুষকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়।
সম্প্রতি নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নেত্রকোণা সাহিত্য সমাজের পক্ষ থেকে পুরস্কৃতজনদের নামের ঘোষণা আসে।
সংবাদ সম্মেলনে নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান বলেন, ‘এখন পর্যন্ত ২৬ জন গুণীজনকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে দুইবার দুজন করে পুরস্কার দেওয়া হয়।”
তিনি আরও বলেন, ‘গত বছর ২৭তম পুরস্কৃতজন হিসেবে অধ্যাপক শামসুজ্জামান খানকে পুরস্কারের জন্যে নির্বাচন করা হয়। বিষয়টি তাকে অবহিত করলে তিনি পুরস্কার গ্রহণে সম্মতি দিয়েছিলেন। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে গত বছর পুরস্কার ঘোষণা ও উৎসব আয়োজন সম্ভব হয়নি। ফলে তার হাতে পুরস্কার আর তুলে দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এবার প্রয়াত এই গুণীজনের পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।’
আর ২৮তম পুরস্কৃতজন হিসেবে বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার কবি শামীম রেজাকে দেওয়া হবে।
সাইফুল্লাহ এমরান বলেন, ‘এবার কোভিড পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা মেনে যথাসময়ে উৎসব আয়োজন করা সম্ভব হচ্ছে না। কোভিড পরিস্থিতি উন্নতির পর নেত্রকোণা সাহিত্য সমাজের সিদ্ধান্ত অনুযায়ী, উৎসব আয়োজনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।’
সারাবাংলা/এমও
খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার নেত্রকোনায শামসুজ্জামান খান শামীম রেজা