ফুটবল মাঠে প্রবেশের সময় পদদলিত হয়ে নিহত ৮, আহত বহু
সারাবাংলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২২ ০৮:৫৬
২৫ জানুয়ারি ২০২২ ০৮:৫৬
আফ্রিকা কাপ অব নেশনস লিগের একটি ফুটবল ম্যাচ দেখতে মাঠে প্রবেশের সময় পদদলিত হয়েছে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু ফুটবলপ্রেমী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ক্যামেরুনের মধ্য অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার।
স্থানীয় সময় সোমবার (২৪ জানুয়ারি) ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের ওলেম্বে স্টেডিয়ামে এই দুর্ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ওই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৬০ হাজার। করোনার কারণে ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ৫০ হাজারের মতো দর্শক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টার সময় এই ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এই ব্যাপক সংখ্যক হতাহতের ঘটনা পরও খেলাটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে কমোরোসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে স্বাগতিক ক্যামেরুন।
সারাবাংলা/এএম