চট্টগ্রামে ৬ মাসে রেকর্ড শনাক্ত, বেড়েছে মৃত্যু
২৫ জানুয়ারি ২০২২ ০৮:৫৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১২:০৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিমাণে করোনায় আক্রান্ত ও মৃত্যু শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৪৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত প্রায় ছয় মাসে একদিনে এত করোনা রোগী চট্টগ্রামে শনাক্ত হয়নি।
গত বছরের ৩০ জুলাই সর্বশেষ এর চেয়ে বেশি ১৪৬৬ জন শনাক্ত হয়েছিল। এরপর ৩ আগস্ট ১২৭৩ জন, ৪ আগস্ট ১২৮৫ জন, ৫ আগস্ট ১১১৭ জন এবং ৬ আগস্ট ১১১৪ জন শনাক্ত হয়েছিল। এরপর থেকে শনাক্তের পরিমাণ হাজারের নিচে ছিল। শুধু গত ২১ জানুয়ারি ১০১৭ জন এবং ২৩ জানুয়ারি ১০২৬ জন শনাক্ত হয়।
সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর তথ্য এসেছে। সাড়ে তিন মাস পর একদিনে এত রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বছরের ৬ অক্টোবর একদিনে তিন জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।
সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৪৮ জনের মধ্যে ৯১৯ জন মহানগরের এবং ৪২৯ জন উপজেলার বাসিন্দা। মহানগরের বাইরে করোনায় আক্রান্ত হিসেবে ফটিকছড়িতে সবচেয়ে বেশি ৫৯ জন শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের। এ হিসেবে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৬.৫৪ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৮৯ জন আক্রান্তের তথ্য এসেছিল। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২১ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৮০। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪৬।
সারাবাংলা/আরডি/এমও