ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিলো শাবিপ্রবি শিক্ষার্থীরা
২৫ জানুয়ারি ২০২২ ০১:৫৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ০১:৫৫
সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাস ভবনে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে বিদ্যুৎ সংযোগ পুরায় চালু করা হয় বলে জানান শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ।
সারাবাংলাকে তিনি বলেন, ভিসির বাসভবনের বিদ্যুৎ লাইনের সঙ্গে অর্ধশতাধিক স্টাফের বাড়ির বিদ্যুৎ লাইন রয়েছে। স্টাফদের বাড়িতে অনেক মানুষ অসুস্থ রয়েছে বলে আমাদের জানানো হয়। তাই আমরা মানবিক দিক বিবেচনা করে এ পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমরা কোনো সহিংস আন্দোলনে যেতে চাই না। তাই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ২৯ ঘণ্টা পর এ সংযোগ পুনরায় চালু করা হলো।
এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনশন চলছে শিক্ষার্থীদের। গত বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বর্তমানে শিক্ষার্থীদের অনশনে ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এতে গুরুতর অসুস্থ হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকি ১৩ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাসভবনের সামনে অবস্থান করছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত গণঅনশনে যোগ দিয়েছেন আরও ৫ জন শিক্ষার্থী। এতে তিনজন ছেলে এবং ২ জন মেয়ে রয়েছেন।
আরও পড়ুন-
- নানার মৃত্যুর খবরেও অনশনে অনড় মরিয়ম
- কাফন পরে শাবিপ্রবির শিক্ষার্থীদের মৌন মিছিল
- ২৪ শিক্ষার্থীর সঙ্গে গণঅনশনে শাবিপ্রবি’র অন্যরাও
- এবার ৩ দফা দাবিতে ভিসি ভবনের সামনে শাবিপ্রবি ছাত্রীরা
- শাবিপ্রবিতে হামলার প্রকাশ্যে ব্যাখ্যা চায় শিক্ষকদের একাংশ
- অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনই অসুস্থ হয়ে হাসপাতালে
- শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আসেনি ফলপ্রসূ সিদ্ধান্ত, আন্দোলন চলবে
সারাবাংলা/আইই
অনশনের ১০০ ঘণ্টা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপাচার্যের পদত্যাগ দাবি টপ নিউজ শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন শাবিপ্রবি উপাচার্য