Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবি’র ভিসির পদত‌্যাগের দাবিতে বরিশালে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ২৩:২০

বরিশাল: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত‌্যাগের দাবিতে ব‌রিশালে মশাল মি‌ছিল করেছে প্রগ‌তিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ‌্যার পর নগরীতে এই মি‌ছিল করা হয়। না‌জির মহল্লা এলাকা থেকে মশাল মি‌ছিল‌টি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন বি এম কলে‌জ শাখার সভাপ‌তি কিশোর কুমার বালা, ছাত্র ফেডারেশনের জেলা সভাপ‌তি মো. জাবের, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল জেলা সংগঠক হুজাইফা রহমান, রা‌কিব মাহামুদ, ব‌রিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সুজয় শুভসহ অন্যরা।

আরও পড়ুন- ৬ষ্ঠ দিনে অনশন— সংকট নিরসনে উদ্যোগ নেই শাবিপ্রবি কর্তৃপক্ষের

মশাল মি‌ছিলে অংশগ্রহণকারীরা শা‌বিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপাচার্যবিরোধী নানা স্লোগান দেয়।

এদিকে, উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের আমরণ অনশন পঞ্চম দিন পেরিয়ে ষষ্ঠ দিনে গড়িয়েছে। অনশনরত ২৮ শিক্ষার্থীর মধ্যে ১৫ জন অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালেও তারা অনশন চালিয়ে যাচ্ছেন। বাকিরা শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে অনশন করছেন।

আরও পড়ুন-

শিক্ষকদের আনা খাবার ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যোগাযোগের ৬টি মোবাইল নম্বর

সারাবাংলা/টিআর

উপাচার্যের পদত্যাগ দাবি বরিশালে মশাল মিছিল শাবিপ্রবি শাবিপ্রবি উপাচার্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর