Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউতে আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ২২:৫১

ঢাকা: সোমবার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আনুমানিক ৬টা ২৫ মিনিটে ডি ব্লকের ১৪ তলায় ভবনের বাইরে কার্নিশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তাৎক্ষণিক ছুটে আসেন। এ সময় হাসপাতালের আনসারসহ অনান্য স্টাফরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে ধোয়ার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিএসএমএমইউ কর্তৃপক্ষ আরও জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম সেখানে চলে আসে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ১৪ তলায় গিয়ে কিছুক্ষণ অবস্থান করে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে চলে যান। আগুনের এই ঘটনায় রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক বিরাজ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কর্তৃপক্ষ জানায়, ডি ব্লকের ১৪ তলায় গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বাথরুম সংলগ্ন ভবনের বাইরে কার্নিশে পড়ে থাকা ময়লা কাপড় ও কাগজ থেকে এই আগুনের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কেউ সিগারেট সেবন করে না নিভিয়ে তা ফেলে দেওয়ায় ভবনের কার্নিশে পড়ে থাকা ময়লা কাপড় ও কাগজ থেকে এই আগুনের সূত্রপাত।

সারাবাংলা/এসবি/পিটিএম

আগুন তদন্ত বিএসএমএমইউ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর