হানিফ পরিবহনের বাস থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার
২৪ জানুয়ারি ২০২২ ২২:১১
যশোর: মনিরামপুরে হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-গ-১৪-৭৯২৭) একটি বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে নটার দিকে জেলার মনিরামপুর উপজেলার পরিবহন বাস স্টেশনে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এসব মাদকদ্রব্য পাচার সঙ্গে জড়িত থাকার দায়ে বিজিবি কাউকে আটক করতে পারেনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোয়েন্দা সংবাদের মাধ্যমে জানতে পারি সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাসে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। এসময় ব্যাটালিয়ন সদরে কর্মরত সুবেদার মেজর মো. জামিরুল হক চৌধুরীরের নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী টিমকে সেখানে অভিযানে পাঠানো হয়।
অভিযানিক দলটি মনিরামপুর বাসস্ট্যান্ডে ঢাকা মেট্রো-গ-১৪-৭৯২৭ নাম্বারে বাসটিতে অভিযান চালিয়ে যাত্রীবিহীন একটি সিটের নিচে লুকায়িত ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় মনিরামপুর থানা অজ্ঞাত নামে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও
৬ হাজার পিস ইয়াবা ইয়াবা ইয়াবা উদ্ধার টপ নিউজ বাস যশোর হানিফ পরিবহন