Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরে হলেন করোনা পজেটিভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১৯:২৫

ছবি: সারাবাংলা

দিনাজপুর: ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরে পরীক্ষা করে করোনা পজেটিভ হয়েছেন বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রী। এর আগে গত শুক্রবার আরও এক যাত্রী করোনা শনাক্ত হয়।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলার হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন।

ওই পাসপোর্টধারী যাত্রী হলেন— তুনশ্রী রাণী দাস। তিনি বগুড়া জেলার আদমদিঘী থানার নসরতপুর এলাকার সব্যচি দাসের মেয়ে।

এ বিষয়ে ডা. শ্যামল কুমার দাস জানান, তুনশ্রী রাণী দাস ভারতে চিকিৎসা শেষে আজ সোমবার বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আসেন। এ সময় নিয়ম অনুযায়ী তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় এই পাসপোর্টধারী যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, আজ ভারত ফেরত আরও এক পাসপোর্টধারী যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারত ফেরত দুই যাত্রীর শরীরে করোনা শনাক্ত হলে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের আইসোলেশনে রেখেছি।’

তিনি আরও বলেন, ‘এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত আসা সব যাত্রীর করোনা পরীক্ষা করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানাতে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।’

সারাবাংলা/এনএস

করোনা সনদ হিলি ইমিগ্রেশন

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর