Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২২ ১৮:৩০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মনিরকে হাসপাতালে নিয়ে আসা দিনমজুর আল-আমিন জানান, তারা কারওয়ান বাজার সবজির আড়তে দিনমজুরের কাজ করে। মনিরও বাজারের আরেক আড়তে কাজ করত।

বিজ্ঞাপন

আল আমিন আরও জানান, বিকালে এক লোক আড়তে এসে খবর দেয় মনির রেলগেটের পাশে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। তার বাড়ি নোয়াখালী জেলায় বলে জানতে পারি। মনির কারওয়ানবাজার আড়তেই থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মনিরের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবংলা/এসএসআর/এসএসএ

ট্রেনের ধাক্কা দিনমজুরের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর